আফগানিস্তানের কাবুল থেকে একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারতে পৌঁছেছে ১৩ বছরের এক কিশোর। গত রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেএএম এয়ারলাইনসের আরকিউ-৪৪০১ ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কিশোরটিকে উদ্ধার করা হয়। খবর এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরটি কৌতূহলের বশে কাবুল বিমানবন্দরে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে। উড়োজাহাজটি দুই ঘণ্টা আকাশে ভেসে দিল্লিতে পৌঁছালে তাকে দেখা যায়। বিমানবন্দরের আশেপাশেই ছেলেটি ঘোরাফেরা করছিল। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যখন বিষয়টি বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের জানায়, তারা কিশোরটিকে আটক করে। জিজ্ঞাসাবাদে কিশোরটি জানিয়েছে, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা এবং...