প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, ইট-কাঠ, আলো-অন্ধকারের সঙ্গে একাকার হয়ে ছিলেন শিল্প নির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু সময়ের নিয়মে তিনি আজ বিদায়ের পথে—এফডিসির কোলাহল ছেড়ে ফিরে যাচ্ছেন আপন ভিটায়। জীবনের দীর্ঘ ৪৭ বছর এফডিসিকে উত্সর্গ করার পর বর্তমানে তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। জীবনের এই সন্ধিক্ষণে সহকর্মী ও এ প্রজন্মের শিল্পীরা তার পাশে দাঁড়াতে শুরু করেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব, চলচ্চিত্র পরিচালক সমিতি। এমনকি নির্মাণাধীন সিনেমার টিমও তার সহায়তায় এগিয়ে এসেছে। এই মানবিক উদ্যোগে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এ প্রসঙ্গে নায়িকা বলেন, “খোরশেদ আলম ভাই অসংখ্য সিনেমার নেপথ্যের মানুষ। গোটা জীবন তিনি এফডিসির জন্য দিয়েছেন। তার বিদায়ের দিনে একটু হলেও পাশে দাঁড়াতে...