২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম বাথরুমের ড্রেইন আটকে যাওয়া খুবই সাধারণ সমস্যা। চুল, সাবানের আস্তর, তেলচিটে ময়লা বা অন্য বর্জ্য জমে ব্লক তৈরি করে। এর ফলে পানি নামতে দেরি হয়, দুর্গন্ধও ছড়ায়। প্লাম্বার ডাকলে খরচ বাড়ে, তাই কয়েকটি ঘরোয়া উপায়ে নিজেই সমাধান করতে পারেন। পানি শুকিয়ে নিনযতটা সম্ভব পানি সরিয়ে ফেলুন, যাতে ক্লিনার সরাসরি ময়লার ওপর কাজ করতে পারে। ড্রেইন ক্লিনার ব্যবহার করুনবাজারের ক্লিনার নির্দেশনা মেনে ঢালুন। ১৫–২০ মিনিট পর ফুটন্ত পানি ঢালুন। গরম পানি + ব্লিচিং পাউডারফুটন্ত পানিতে অল্প ব্লিচ মিশিয়ে ঢালুন। এতে জীবাণু ধ্বংস হবে ও দুর্গন্ধ কমবে। বেকিং সোডা ও ভিনেগার মিশ্রণএক কাপ বেকিং সোডা ও আধা কাপ ভিনেগার ঢেলে ২০ মিনিট পর গরম পানি ঢালুন। তেলচিটে আস্তর পরিষ্কার হবে।...