২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের গোপন পাহাড়ি আস্তানায় বিজিবি-র্যাবের যৌথ অভিযানে ৮৪ জন মালয়েশিয়া গামীকে তরুণকে উদ্ধার করেছে। এসময় মানব পাচারকারীর চক্র গোপন আস্তানা থেকে গুলি চালায়। ঘটনাস্থল থেকে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার বিকালে টেকনাফ -২ বিজিবির ব্যাটালিয়নে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান এবং কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান। আটক মানব পাচারকারী সদস্যরা হলেন, টেকনাফের বাহারছড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২১), একই এলাকার সাইফুল ইসলাম (২০), ও মোঃ ইব্রাহিম (২০) র্যাবের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, ‘টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া-থাইল্যান্ডে নেয়ার প্রলোভন...