নিজস্ব প্রতিবেদক : মার্কিন ডলারের দাম স্থিতিশীল রাখতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ টাকা দরে মোট ১২৯.৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মাধ্যমে চলতি অর্থবছরের (জুলাই থেকে) মধ্যে মোট ১.৮৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৫ সেপ্টেম্বর একই দরে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,"১২১.৭৫ টাকাই এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।" বিশ্লেষকরা বলছেন, বারবার ডলার কেনা মূলত বাজারে দর স্থিতিশীল রাখা ও রিজার্ভ বাড়ানোর কৌশল। “ডলারের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া যেমন সমস্যা, তেমনি কমে যাওয়া আরও বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে,”—বলেন এক ব্যাংকার। সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই প্রবাসী আয় এসেছে ২.০৩ বিলিয়ন ডলার, যা টাকায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি...