নিজস্ব প্রতিবেদক : ভারত ভ্রমণে বাংলাদেশিরা আবারও শীর্ষ পর্যটক তালিকায় উঠে এসেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা পঞ্চম অবস্থানে রয়েছে। ওই এক মাসে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। যদিও ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা সীমাবদ্ধতার কারণে এই তালিকা থেকে পিছিয়ে পড়েছিল, তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি আবারও চোখে পড়ছে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করছে। যদিও সবচেয়ে চাহিদাসম্পন্ন ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি, তবে চিকিৎসা ও ব্যবসা ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর মহাসচিব আফসিয়া জান্নাত বণিক জানিয়েছেন, “ভারত বর্তমানে মেডিকেল ভিসাই বেশি ইস্যু করছে। ট্যুরিস্ট ভিসা...