এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবার তারা নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে। ম্যাচটা হবে কাল বুধবার। তার আগে সোমবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ মেহেদী হাসান। কোনও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অবশ্য ছিল না। বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে অনুশীলনের একেবারে শেষদিকে কিছুটা সময় দেন মেহেদী। সেখানেই জানান, ভারত ম্যাচটা আলাদা করে দেখছেন না তারা। অথচ কাগজে-কলমে এই আসরে সবার চেয়ে এগিয়ে সূর্যকুমারের ভারত। তার পরও মেহেদীর কণ্ঠে ছিল স্বাভাবিকতা, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু ভাবছি না। শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকি। যেমন আছি, তেমনই থাকবো। ভারতের সঙ্গেই হোক বা অস্ট্রেলিয়ার সঙ্গে—আমাদের কাছে ম্যাচ মানে শুধু ক্রিকেট খেলা।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভীষণ বাজে। টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে ১ জয় একটি,...