পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়। অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও। বানভাসি শহরে জনজীবন প্রায় স্তব্ধ। রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। পানিবন্দি পুরো শহর। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতায় ভোগান্তি চরমে উঠেছে।আরো পড়ুন:বাংলাদেশি কিশোরীকে পাচারের অভিযোগে দুই ভারতীয় গ্রেপ্তারআপনি যা ভাবেন, তাই হয়ে উঠতে পারেন: ধানুশ বাংলাদেশি কিশোরীকে পাচারের অভিযোগে দুই ভারতীয় গ্রেপ্তার কলকাতা পৌরসভা বলছে, এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় ‘স্বাভাবিক’ হতে সময় লাগতে পারে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা। কলকাতার বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন চলছে খুবই ধীর গতিতে। ভোগান্তি পাতালপথেও। ব্যাপক বৃষ্টির জেরে ব্যাহত কলকাতার মেট্রো...