পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, কোনো ফাইনাল শেষেই শোনা যায় কথাটা। রীতিমতো একটা মিম রেওয়াজেই পরিণত হয়েছে তা। এবারও শোনা গেল সে পরিচিত প্রশ্নটা, জয়ী দলের একজনকে প্রশ্ন করা হলো ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপনিং?’ প্রভিডেন্স স্টেডিয়ামে সোমবার সকালে ইতিহাস গড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দলটা। খেলোয়াড়দের সবাই তখন উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই শোনা গেল প্রশ্নটা। তবে আর সব বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার প্রশ্নটা করা হয়েছে খোদ আন্দ্রে রাসেলকে, যাকে দিয়ে এই ‘ট্রেন্ডের’ শুরু। বিষয়টা দেখা গেল ত্রিনবাগো নাইট রাইডার্সের ফেসবুক পাতায়। ফাইনাল শেষে যখন গোটা দল উদযাপনে ব্যস্ত, তখন ত্রিনবাগোর সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ রাসেলের কাছে ছুটে যান। তাকেই গিয়ে মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপনিং?’ জবাবে রাসেল হেসেই...