শুধু তাই নয়, অভিযোগ রয়েছে কার্যালয়ের সামনে একটি চা দোকান ও আল-আকসা বাস কাউন্টারের জন্য ভাড়াও নেওয়া হয় এটি। এই কার্যালয়ের সামনে সিএনজি স্টেশান হওয়ায় মাদকসেবী-বখাটেদের দ্বারা ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে পথচারী নারী ও স্কুল শিক্ষার্থীদের। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, সড়কের পাশে প্রকৌশলীর জন্য কার্যালয়টি নির্মিত হলেও তা বহিরাগতদের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া সন্ধ্যার পর থেকেই ভেতরে মাদকসেবীদের আড্ডা দিতে দেখা যায়। মাদকের কেনাবেচা এবং হাতবদলের নিরাপদ স্থান হিসবেও ব্যবহৃত হচ্ছে অন্ধকার নিরিবিলির এই স্থান। স্থানীয় কয়েকজন বলেন, রাতে মাদকসেবীরা মাঠে বসে আড্ডা দেন। মাঝে মধ্যে আবার লেজার লাইট মেরে অশ্লীল শব্দ করে শিষ দেয়। আর দিনে সিএনজি চালক ও বখাটেদের উপস্থিতি থাকে কার্যালয়ের সামনের জায়গায়।আরও পড়ুনআরও পড়ুননৌকাবাইচ-মেলার মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের অভিযোগ খোঁজ নিয়ে...