ফরিদপুরের বোয়ালমারীতে দেড়’শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠানে বিএনপি নেতাদের বাদ দিয়ে প্রধান অতিথি করা হয়েছে শেখ পরিবারের ঘনিষ্ঠ সাবেক ছাত্রলীগ নেতাকে। আর বিশেষ অতিথি করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাকে। এমনকি অনুষ্ঠানে নিমন্ত্রণ পাননি স্থানীয় ইউপি চেয়ারম্যানও। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। এদিকে এ নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হওয়ায় অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকবেন না বলে জানান। খোঁজ নিয়ে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়িতে আগামী ২৬ সেপ্টেম্বর আয়োজন করা হবে এক নৌকাবাইচ ও মেলার। আর ওই অনুষ্ঠান সফল করতে চলছে ব্যাপক আয়োজন। ইতোমধ্যে এ উপলক্ষে উপজেলা জুড়ে সাঁটানো হয়েছে রঙিন পোস্টার। ওই পোস্টারে প্রধান অতিথি হিসেবে নাম লেখা রয়েছে ছাত্রলীগের বুয়েট শাখার সাবেক সভাপতি আজিজুল আকিল ডেভিড শিকদারের। আর বিশেষ অতিথি করা হয়েছে খন্দকার...