আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভারতের কলকাতা শহরের পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে পূজামণ্ডপ। আর সেগুলো উদ্বোধনে সময় দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনই একটি মণ্ডপে জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতাকে ধমকালেন মমতা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মঞ্চে নচিকেতাও ছিলেন এদিন। কিন্তু গায়ককে দেখাচ্ছিল আগের চেয়েও বেশ রোগা। আর সেটা দেখেই ধমক দিয়ে মমতা বলেছেন, ‘নচি একটু খাওয়া-দাওয়া কর।’ এরকম একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ চর্চিত হচ্ছে গতকাল থেকে। যেখানে মমতাকে দর্শকদের দিকে তাকিয়ে বলতে শোনা যায়, ‘আপনারা তো চান ও বেঁচে থাকুক, প্রতি বছর এসে গান করুক। শরীরটা যদি ঠিক না রাখে তাহলে কীভাবে হবে? আমাকে বললে আমি তো ওর ডায়েটটা করে দিতে পারি। কথা শোনে না।’ এরপর তিনি ফের গায়কের দিকে চেয়ে বলেন, ‘আর কত রোগা হবে? ঠিকমতো...