নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দল। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো।’ তিনি প্রশ্ন তোলেন, অতিথিদের নিরাপত্তার বিষয়টি কেন সঠিকভাবে বিবেচনা করা হলো না। তার ভাষায়, ‘ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলাও করে প্রচার করলেন, আর ল্যান্ড করার পর, নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে,...