সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে ‘রামায়ণ’-এর সীতার ভূমিকায়। কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি। ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসায় ভাসালেও ,আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড়, এমনকি গালিগালাজও চলছে নির্দ্বিধায়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সাই পল্লবীর বোন পূজা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কেউ বলেন, ‘তাহলে পর্দার সীতা, সাই পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন?’ আবার কেউ লিখেছেন, ‘আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্যসব নায়িকার মতোই, ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝেমধ্যেই।’আবার অনেকের প্রশ্ন, ‘যদি সাই পল্লবীও স্লিভলেস এবং ছোট পোশাক পরে সমুদ্রে যেতে...