- হালকা ও ম্যানেজ করা সহজ একটা শাড়ি- মানানসই ব্লাউজ- ফিটেড পেটিকোট (বডি শেপিং হলে আরও ভালো)- ৩-৪টি সেফটিপিন- আয়না (ফুল লেন্থ হলে আদর্শ)ধাপ ১: ব্লাউজ-পেটিকোট পরে নিন, ঠিকঠাক করেপেটিকোটটা এমনভাবে বাঁধুন যেন টাইট থাকে, যাতে শাড়ি ঠিকভাবে আটকে থাকে। তবে অতিরিক্ত টাইট না হয়, অস্বস্তি যেন না লাগে।ধাপ ২: শাড়ি গুঁজে প্রথম রাউন্ড প্যাঁচ দিনশাড়ির নিচের সোজা অংশ (যেখানে কোনো ডিজাইন নেই) কোমরের ডান দিক থেকে পেটিকোটে গুঁজে শুরু করুন। এরপর একবার কোমর ঘুরে আসুন। খেয়াল রাখুন—কাপড় যেন ভাঁজ না পড়ে। নিচটা সব দিকে সমান থাকছে কিনা, সেটা দেখে নিন।ধাপ ৩: কুঁচি বানান, ধৈর্য নিয়েএবার সামনে ৫-৬ ইঞ্চি করে কুঁচি বানাতে থাকুন। মোটামুটি ৬-৭টা কুঁচি ভালো দেখায়, তবে আপনার সুবিধামতো কম-বেশি করতেও পারেন।সব কুঁচি একসঙ্গে ধরে নিচের দিকটা সমান...