সোমবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। এরমধ্যে প্রথম দফায় সকাল ৭টার দিকে ও দ্বিতীয়বার সকাল ১১টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। দু'পক্ষের একদিকে রয়েছে আব্দুর রহমান ও অপরপক্ষে নজির হোসেন। এ ঘটনায় আব্দুর রহমান এর পক্ষে চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন, হলহলিয়া গ্রামের বাসিন্দা সোনা মিয়া (৭৮), চান্দু মিয়া (৮৩), কুদরত আলী (২৩) ও শাপলা বেগম (১৪)। তাঁদের মধ্যে সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কুদরত আলী ও চান্দু মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাছাড়া মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী শাপলা বেগমকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যোগাযোগ করা হলে আব্দুর রহমান এর চাচাতো ভাই নুরুল ইসলাম বলেন, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের...