ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতে নিয়ে সাবেক বার্সা সতীর্থ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানালেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সে প্রথমবারের মতো মনোনীত হয়েই তিনি জিতে নিয়েছেন ফুটবলের এই সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। তার আবেগঘন বক্তৃতায় উঠে এসেছে আরও অনেক নাম। ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর হাত থেকে ট্রফি নিয়ে মাইক্রোফোনে দাঁড়িয়ে দেম্বেলে বলেন, ‘আমার অসাধারণ অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পিএসজির হয়ে আমার যা অর্জন হয়েছে, সেটা কল্পনারও বাইরে। সত্যি বলতে আমি একটু নার্ভাস। আমি এই পুরস্কার পেলাম সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তির হাত থেকে, এটা বিশ্বাসই করতে পারছি না!’ সাবেক ক্লাব এবং মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব ক্লাবে খেলেছি তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। স্টাদ রেঁ, আমার প্রথম ক্লাব। বরুশিয়া ডর্টমুন্ড,...