গাজীপুরের টঙ্গীতে কেমিকেল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ৫ দমকলকর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এই ফায়ারফাইটারদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।’ এ সময় জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘দগ্ধদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। প্রায় ১০০ শতাংশ দগ্ধ। আর একজনের ৪২ শতাংশ, অন্য একজনের ৫ শতাংশ।’ এর আগে গতকাল সোমবার...