বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ‘ডিম মারা সংস্কৃতি’ বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে তিনি ‘অসভ্য সংস্কৃতি’ আখ্যা দেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নকিবুর রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন তাহের। নিউইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের যারা ডিম মেরেছে, তারা দেশকে অসম্মানিত করেছে। এতে তারা নিজেরাই অপমানিত হয়েছে। এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর...