আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে জামায়াতে ইসলামী ৩০টি আসনে ছাড় চেয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক 'এই সময়'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্প্রতি পত্রিকাটির সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের নেওয়া সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াতে ইসলামী ও এনসিপির দাবি পূরণ না হলে কি নির্বাচন হতে দেবে? হলেও কি দেশজুড়ে অশান্তি ও রক্তপাত হবে? জবাবে বিএনপি মহাসচিব বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই। কোনো অশান্তি হবে...