যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপসহ হাঙ্গামা প্রসঙ্গে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে প্রথম কলকাতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পাদকীয় প্রকাশ করা হয়। ‘দলটির করুণ পরিণতি’ শিরোনামে এ লেখায় বলা হয়, ‘নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনকে ঘিরে এক অস্বস্তিকর দৃশ্য চোখে পড়লো। ড. ইউনূসের সফরসঙ্গী এনপিসি নেতাসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সমর্থকরা ডিম নিক্ষেপ করেছে, অশ্রাব্য স্লোগান দিয়েছে। ’ ‘প্রশ্ন উঠছে—একসময় বাংলাদেশেরই ক্ষমতাসীন দল, আজ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কী সত্যিই এভাবে বিদেশের মাটিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করতে হবে? ডিম ছোড়া, গালাগাল কি তাদের রাজনৈতিক পরিপক্বতার পরিচয়...