২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও গাজার পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে। প্রতিদিন বোমা, গুলি এবং খাদ্যের অভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলা চলছেই, যার ফলে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর মুখে পড়ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আল-রানতিসি ও এসটি জন হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। হাসপাতালগুলোতে সরাসরি বোমা হামলার কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলা গণহত্যার অংশ হিসেবে পরিকল্পিত। এ অবস্থায় গাজার দশ লাখ বাসিন্দা দক্ষিণের দিকে স্থানান্তরিত হচ্ছে, খাদ্য ও পানির অভাবে অনাহারে মৃত্যু বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার ইসরায়েলের হামলায় এক দিনে ৬১ জন...