খাগড়াছড়ি: পানছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পী গোষ্ঠী-এর আয়োজনে “অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনানের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উচিত মনি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি, অনির্বাণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার, অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, সমাজসেবী সবিতা চাকমা এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহেদুল হোসাইন সুমন।এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে...