নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনার প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন: “যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর… আজ থেকে… No mercy।” হামিম ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচিত। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনা ঘটে। তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যিনি ঘটনার পর সামাজিক মাধ্যমে জানান:“এটি আখতার হোসেনের ব্যক্তিগত ওপর নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর পরিকল্পিত হামলা।” তিনি বলেন,“ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের দমন করতেই এই হামলা করা হয়েছে।...