নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম গাজীপুর থেকে ঝুলন্ত অবস্থায় মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আক্কাস আলী শহরের উত্তর ছায়াবিথী হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় গোলাম মাওলার ফ্ল্যাটের জাহিদ হাসানের রুমে থাকতেন। সপ্তাহ দুয়েক দিন আগে তিনি তার বন্ধু জাহিদ হাসান ডালীর গাজীপুরের ওই ফ্ল্যাটে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ব্যবসায় লোকসান ও ঋণগ্রস্থ হওয়ার কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন আক্কাস।...