৪৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য ব্যবস্থাপনার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। এর মধ্যে ২২ কোটি টাকা ঠিক কী কারণে চাওয়া হয়েছে তার কারণ খুঁজে পাচ্ছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পের অন্য ব্যয়প্রস্তাবসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলে যৌক্তিক ব্যাখ্যাও চেয়েছে কমিশন। ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পে ঘটেছে এমনটি। পরিকল্পনা কমিশন জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ আন্তঃমন্ত্রণালয় গঠিত কমিটির পরিদর্শন প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে- ‘বিলগুলোর পানির প্রবাহ ও ধারণক্ষমতা বাড়ানোর জন্য বিলের তলদেশ এবং সংযোগ খালগুলো খনন প্রয়োজন।’ মৎস্য অধিদপ্তর জানায়, প্রকল্পের মোট ব্যয় চাওয়া হয়েছে ৪৭ কোটি ২১ লাখ টাকা। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৯ সাল নাগাদ মৎস্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করা হবে নওগাঁ জেলার সাপাহার, মান্দা, রাজশাহীর তানোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর...