মহালয়া উপলক্ষ্যে বর্ণাঢ্য উৎসব করেছে সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ’। রোববার দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের লোগো উন্মোচন, স্মারকগ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি করেন তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত কুমার রায়, অনুষ্ঠান পরিচালনা করেন উত্তম কুমার সরকার। অনুষ্ঠানে উপদেষ্টা রঞ্জন মজুমদার, বিশ্বনাথ দে, অসীম কুমার ভট্টাচার্য, প্রদীপ কুমার রায় চৌধুরী, দিনোবন্ধু তালুকদার ও রাজু চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অদুল কান্তি চৌধুরী, অনিতা চৌধুরী ও মৃনাল কান্তি চৌধুরী। বক্তারা বলেন, “মহালয়া দুর্গোৎসবের একটি অপরিহার্য অংশ। পুরাণ মতে, এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবী শক্তির আবাহনের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। তাই মহালয়া কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সনাতন ধর্মালম্বীদের জন্য আবেগ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক...