গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাবনার ঈশ্বরদীতে আসন্ন দুর্গাপূজায় অনুদানের আশ্বাস দেওয়া প্রতারকদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩৬ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এ টাকা দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র এসব পরিবার থেকে অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার হওয়ার পর উপজেলা প্রাশাসন থেকে সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে মুঠোফোনে দুর্গাপূজায় অনুদান দেওয়ার আশ্বাসে বাঘইল দাশপাড়া গ্রামের ৩৬টি হতদরিদ্র পরিবার থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। চক্রটি প্রত্যেক পরিবার থেকে...