সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আলা-উদ্দিন, মাওলানা শানে এলাহী, হাফেজ মোবারক করিম, হারুনুর রশীদ ও হেফজুল্লাহ নাহিদ প্রমুখ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী এহতেশামুল হক তাসকিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মোবারক করিম।প্রধান অতিথি মাওলানা আব্দুর রহমান বলেন, যারা হিফজের সবক গ্রহণ করছে এবং ভবিষ্যতে সম্পন্ন করবে তারা যেমন সফল হবে, তেমনি তাদের মা-বাবাও দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন।এ সময় সবক গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে ৭ জন শিক্ষার্থীকে কোরআন মাজিদের সবক প্রদান করেন হাফেজ মোবারক...