ব্যস্ত নগর নিউইয়র্কে যেন এক টুকরো বাংলাদেশ পৌঁছে গেল আলোকচিত্রের ফ্রেমে। মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের ক্যামেরার লেন্সে বন্দি হয়েছে দেশের জীবনধারা, সংস্কৃতি আর প্রকৃতির নিভৃত সৌন্দর্য। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পাচ্ছেন বাংলাদেশের এক ভিন্ন মুখচ্ছবি-যেখানে ফ্রেমের ভেতর শান্তি, সহমর্মিতা আর আশার গল্প বোনা আছে নিঃশব্দে। ছবি: মোস্তাফিজুর রহমান শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে অবস্থিত সেভ দ্য পিপল অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী এই আয়োজন হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সমাপনী অনুষ্ঠান হবে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায়, যেখানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র অনুরাগীরা অংশ নেবেন। প্রদর্শনীতে বাংলাদেশের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে লুকিয়ে থাকা শান্তির প্রতিফলন ঘটেছে ৪০টি আলোকচিত্রে।...