ঢাকা: ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ। তবে এ সিদ্ধান্ত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে নেয়া হয়েছে বলে জানিয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়। খবর আনাদোলু ।সোমবার, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডেন বলেন, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না; আমাদের এই সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে, যা আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলার পরিপন্থি।”জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিলেও, আনুষ্ঠানিক সেই ঘোষণার আগেই ফ্রাইডেন শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে অবস্থান জানান। তিনি বলেন, “আমরা চাই দুটি রাষ্ট্র ও দুটি জনগণ পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করুক।”ফ্রাইডেন বলেন, ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যতের আশা জাগাতে হবে এবং একই সাথে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।...