২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান। কিন্তু এমন সময়েই এসেছে মন খারাপ করা খবর। মামলার মুখে পরতে যাচ্ছেন কিং পুত্র। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমনকি আরিয়ানের দোষে দুষ্টু হতে যাচ্ছেন রণবীর কাপুরও। ‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট। যা ভালোভাবে নেয়নি ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন। ইতোমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। কমিশনের অভিযোগ, একে রণবীর কাপুরের ই-সিগারেট (ভেপ) টানার দৃশ্য, উপরন্তু সেখানে কোনোরকম বিধিসম্মত...