নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে হাসনাত কড়া ভাষায় আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন:"হাসিনার পুলিশ লীগ, কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। বিদেশে বসে এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা কি পারবেন?" তিনি আরও লেখেন:"আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর আপনি নিজেই এ আক্রমণের শিকার হতে পারেন।" হাসনাত এ সময় আখতার হোসেনের একটি পুরনো ছবি শেয়ার করেন, যেখানে তাকে রশি দিয়ে বেঁধে আদালতে তোলা হচ্ছিল। ছবির প্রসঙ্গে তিনি লেখেন:"এই ছবি...