কানাডার স্যাসকাটুনে শরতের আকাশে ভোরের পরশ নিয়ে এলো বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ‘ওয়ারফেজ।’ ‘ইকোস অফ বেঙ্গল’-এর উদ্যোগে প্রেইরিল্যান্ড পার্কের হলভর্তি দর্শকদের সুরের সিম্ফনিতে মাতিয়ে দিলো ওয়ারফেজ দল। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের আগমনে হলটি মিলনমেলায় পরিণত হয়। দর্শকদের মুহুর্মুহু হাততালির মাঝে স্টেজে আসে ওয়ারফেজ। ওয়ারফেজের ৪০ বৎসর পূর্তির শুভেচ্ছা জানিয়ে অবাক ভালোবাসা, পূর্ণতাসহ জনপ্রিয় গানগুলো পরিবশন করে। অনেকদিন পর স্যাসকাটুনে প্রবাসী বাংলাদেশিরা এক মনোজ্ঞ সন্ধ্যা উপভোগ করলো। উপস্থিত দর্শকবৃন্দ ওয়ারফেজ এর উপস্থাপনায় মুগ্ধ হয়ে ঘড়ে ফিরে। তরুণ পাঁচ উদ্যোক্তা প্রীতম, রিপন, জয়দীপ, সব্যসাচী ও সৌভিক দের...