বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর থেকে ঢাকাগামী বাসের চালক-হেলপার ও সুপারভাইজাররা কর্মবিরতি করছেন। এতে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা-সিলেট-চট্টগ্রামগামী যাত্রীরা। সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও চলছে জেলার অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। পরিবহন শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা অল্প বেতনে চাকরি করছেন। বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই এই কর্মবিরতিতে নেমেছেন তারা। শ্রমিকরা জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে এক হাজার ৩০০ টাকা, সুপার ভাইজারকে ৫৭০ টাকা ও চালকের সহকারীকে ৫২০ টাকা প্রদান করেন পরিবহন মালিকরা। তাদের দাবি, চালকের বেতন অন্তত ২ হাজার টাকা...