ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর ভারি বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ সময় নগরীটিতে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পৃথক পৃথক ঘটনায় বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়ারহাট, ইকবালপুর, বেহালা ও হরিদেবপুরে এসব মানুষের মৃত্যু হয়েছে। এই এলাকাগুলো কলকাতার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলজুড়ে বিস্তৃত। এদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। জলাবদ্ধতার কারণে কলকাতার সড়ক যোগাযোগের পাশাপাশি আন্তঃনগর ট্রেন ও মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। নগরীর নিচু এলাকাগুলোতে জমে যাওয়া বৃষ্টির পানি ঘরবাড়িতে প্রবেশ করেছে। বৃষ্টির কারণে বেশ কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে। বৃষ্টির তীব্রতা বেশি ছিল নগরীরর দক্ষিণাংশ ও পূর্বাংশে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যে গড়িয়া কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে...