চট্টগ্রাম:লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর...