বগুড়ার আদালতের কড়া নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে পালিয়ে গেছে জোড়া খুন মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।পলাতক আসামি রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।বগুড়ার পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোসাদ্দেক হোসেন সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ এলাকায় গত ৯ জুলাই শ্বশুর ও পূত্রবধূকে শ্বাসরোধে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম।চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণআদালত পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সকাল ১০টায়...