বার্সেলোনার স্প্যানিয়ার্ড মিডফিল্ডার আইতানা বনমাতি মেয়েদের ফুটবলে প্রথম টানা তিনবার ব্যালন ডি’অর জিতে তাক লাগিয়ে দিলেন। ছেলেদের ফুটবলে এমন কীর্তি শুধু লিওনেল মেসি ও ফ্রেঞ্চ কিংবদন্তি মিশেল প্লাতিনির আছে। বনমাতিকে পুরস্কার তুলে দেন স্বদেশী কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, ‘বার্সেলোনা ক্লাব অব মাই লাইফ। যার প্রতিনিধিত্ব করতে চাই আরও অনেক বছর। সবকিছুর জন্য ঋণীও।’ মেয়েদের সবশেষ পাঁচ ব্যালন ডি’অরের পাঁচটিই ঘরে তুলেছে কাতালুনিয়ান ক্লাবটি। বনমাতি জিতলেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ ব্যালন ডি’অর। অ্যালেক্সিয়া পুত্তেলাস জিতেছিলেন ২০২০ ও ২০২১ ব্যালন ডি’অর। ইনিয়েস্তার থেকে পুরস্কার নিয়ে বনমাতি বলেছেন, ‘বলতেই হয় দলের সঙ্গে অসাধারণ একটি বছর কাটিয়েছি। ক্লাব কিংবদন্তি ইনিয়েস্তার হাত থেকে পুরস্কার নিতে পারাটাও অন্যরকম অনুভূতি।’ ‘শৈশবের সময়ে জাভি ও ইনিয়েস্তাকে আইকন হিসেবে মানতাম। তাদের কাছ থেকে ফুটবল শিখেছি। তাদের...