ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুতির কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ড।ভাষণে প্রাবোয়ো বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। দুর্ভিক্ষ আর ধ্বংসযজ্ঞের মধ্যে মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই।”তিনি আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক শান্তিপ্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী। তার ভাষায়, “আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।” একইসঙ্গে তিনি দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি ইন্দোনেশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে...