২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, শেরপুরের ঐতিহ্যবাহী ঝগড়ারচর বাজার থেকে প্রতিবছর কোটি টাকা রাজস্ব আদায় করা হলেও বাজারের কোনো উন্নয়ন হয়নি। গত ১৬ বছরে এলাকায় কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ঝগড়ারচর বাজারের সব সমস্যা সমাধান ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার ঈদগাহ মাঠে বণিক সমবায় সমিতির ২৫তম সাধারণ সভা ও ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ...