২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তা ব্যবস্থার নড়বড়ে অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এ প্রশ্নকে আরও জোরালো করেছে। ঘটনাটির ২ মাস পেরিয়ে গেলেও হত্যাকারীদের সনাক্ত না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তার বিষয়ে নানা আতংক বিরাজ করছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, ১৭৫ একরের বিশাল ক্যাম্পাসে নেই মানসম্মত ও পর্যাপ্ত নিরাপত্তা প্রাচীর। অনেক জায়গায় প্রাচীর নিচু, ভাঙা কিংবা কাঁটাতারবিহীন। ফলে স্থানীয়রা সহজেই ভেতরে প্রবেশ করছেন। বিশেষ করে মীর মুগ্ধ সরোবর সংলগ্ন এলাকায় আবাদি জমির লোকজন নিয়মিত প্রাচীর টপকে চলাচল করেন। শাহ আজিজুর রহমান হলের পকেট গেট সংলগ্ন সীমানা প্রাচীর...