ছেলে ব্যালন ডি'অর না জেতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। এবারের আসরে প্যারিস সেইন্ট জার্মেইর ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। আরেক প্রার্থী বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল পিছিয়ে পড়ায় খোলাখুলিভাবেই অসন্তোষ প্রকাশ করেন তার বাবা। ফ্রান্স ফুটবলের আয়োজিত সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড় হিসেবে দেম্বেলেকে বেছে নেওয়া হয়। অথচ অনেকের চোখে প্রধান প্রার্থী ছিলেন মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল। পুরস্কার ঘোষণার পরই নাসরাউই ক্ষোভ উগরে দেন মিডিয়ার সামনে। তিনি বলেন,“লামিন ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়। এটা আমি বাবা বলে বলছি না, বাস্তবেই সে সেরা। এখানে কিছু অস্বাভাবিক ঘটেছে। তবে আগামী বছর ব্যালন ডি’অর স্পেনের হবে।” স্প্যানিশ চ্যানেল 'দ্য বিচ বার'-এ ভিডিও কল সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি এটাকে চুরি বলব না, তবে এটা একজন...