নিজস্ব প্রতিবেদক : আনুপাতিক প্রতিনিধিত্ব বা Proportional Representation (PR) মানে হচ্ছে, আপনি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে, সরাসরি একটি দলকে ভোট দেবেন।এরপর সেই দল যত শতাংশ ভোট পাবে, ঠিক তত শতাংশ আসন পাবে সংসদে। উদাহরণ: ধরুন বাংলাদেশে সংসদে ৩০০টি আসন আছে। যদি একটি দল ১৩% ভোট পায়, তাহলে তারা পাবে প্রায় ৩৯টি আসন (৩০০-এর ১৩%)। বর্তমানে আমরা যে পদ্ধতি (FPTP) ব্যবহার করি, তাতে যার ভোট বেশি, সে-ই জয়ী হয় — একটুও বেশি হলেই।এতে ছোট দল বা কম পরিচিত প্রার্থীরা অনেক সময় সুযোগই পায় না। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের পরিমাণ অনুযায়ী সবাইকে কিছু না কিছু সুযোগ মেলে — ছোট দলগুলোও বাদ পড়ে না। মিশ্র পদ্ধতি: কিছু আসন সরাসরি (যেমন এখন), আর কিছু আসন পিআর পদ্ধতিতে হয়। নারীদের অংশগ্রহণ বাড়াতে পিআর পদ্ধতি...