তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ মেলা ঘিরে চলছে নানা প্রস্তুতি। এই উপলক্ষ্যে রোববার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মেলার বিস্তারিত জানান কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন ও কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা। মো. শাখাওয়াত হোসেন বলেন, “এবারের ফ্যাশন এক্সপোতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি কোম্পানি তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার ও পোশাক সামগ্রী প্রদর্শন করবে।” ২৬টি দেশের প্রতিনিধিরা এই মেলায় অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সৌদি বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনাকে আরও বিস্তৃত করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। কমার্শিয়াল...