সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান ভূঁইয়া ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট এবং বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় দুই তরুণীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা এ আদেশ দেন। জামিন পাওয়া দুইজন হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইলমা জাহানারা (২৩) ও বেনজীর আনজুম চাঁদনী (৩২)। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জসীম উদ্দিন ও ব্যারিস্টার ফারান আরাফ। অপরদিকে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান খান ও আইনজীবী সাদ্দাম হোসেন।মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ জুলাই ব্যারিস্টার আহসান ভূঁইয়া, তার স্ত্রী, নবজাতক সন্তান ও তার মা-বোনকে জড়িয়ে মামাতো শ্যালিকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইলমা জাহানারা (২৩) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানহানিকর পোস্ট ও মন্তব্য করেন এবং...