রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার রাতে নির্বাচন কমিশন ভোট পেছানোর এ ঘোষণা দেয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, বামপন্থি ও স্বতন্ত্রসহ কয়েকটি প্যানেল। তাদের দাবি, নির্ধারিত তারিখে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব ছিল না। তারা দ্রুত ‘পোষ্য কোটা’ সমস্যার স্থায়ী সমাধান করে উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন। ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’-এর ভিপি প্রার্থী তাসিন খান বলেন, “২৫ সেপ্টেম্বর ভোট হলে অংশগ্রহণমূলক নির্বাচন হতো না। সমস্যার সমাধান না হলে আবারও সংকট তৈরি হতো।” গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্রদল মনোনীত ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলও নতুন তারিখকে স্বাগত জানিয়েছে। তবে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নতুন ভোটের তারিখ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, বিএনপিপন্থি শিক্ষকরা নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছেন, আর নির্বাচন কমিশন তাদেরই সুবিধা...