আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউতে পিস সেন্টারের সেভ দ্য পিপল অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব উদ্দীন মান্নান, এনওয়াইসি কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সেভ দ্য পিপলের সিইও মুহাম্মদ শহীদুল্লাহ, নিউইয়র্কপ্রবাসী আলোকচিত্র সাংবাদিক জয় মণ্ডল, সানাউল হক, খোরশেদ আলম এবং ঢাকার কয়েকজন আলোকচিত্র সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রদর্শনীর আয়োজনকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রশংসা করেন। প্রদর্শনীতে বাংলাদেশের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর আড়ালে থাকা শান্তিকে প্রতিফলিত করে এমন ৪০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিটি ছবিই...