সুপার ফোরে ওঠা নিয়েই সংশয় ছিল। সেই বাংলাদেশ এখন ফাইনালে ওঠার পথে আছে ভালোভাবেই। বিশেষ করে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর সে আলোচনাটা বেশি করে হচ্ছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবেন লিটন দাসরা। পরিসংখ্যান বিবেচনায় অবশ্য দুদলের লড়াইটা একদম একপেশে। টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৭ ম্যাচের ১৬টিতেই জিতেছে ভারত। বাংলাদেশ একমাত্র ম্যাচটা জিতেছিল সেই ২০১৯ সালে। এমন একপাক্ষিক পরিসংখ্যানের পরও ভারত-বাংলাদেশ মুখোমুখি হলে সাম্প্রতিক সময়ে আলাদা উত্তেজনা তৈরি হয়। এ উত্তেজনা ক্রিকেটাররা আঁচ করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে শেখ মেহেদী জানিয়েছেন, এসব উত্তেজনা মিডিয়া বা দর্শকরাই তৈরি করেছে। গতকাল অনুশীলনের আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেছেন, ‘না (উত্তাপ টের পাই না), ব্যাক অব দ্য মাইন্ডে এটা নিয়ে চিন্তা করছি না। এটা (ভারত...