২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম চীন এবার বিশ্বকে দেখাল তার সামরিক শক্তির নতুন মাত্রা। পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান জে-২০ শুধু রাডার ফাঁকি দেওয়ায় সক্ষম নয়, বরং আক্রমণ ও প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তিশালী যুদ্ধক্ষমতাও বহন করে। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে এই বিমান আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং জানিয়েছেন, জে-২০-এর রাডার ও ইনফ্রারেড সিগন্যাল এতটাই উন্নত যে এটি সহজেই শত্রুর প্রতিরক্ষা জাল ভেদ করতে পারে। বিমানের দীর্ঘ উড্ডয়ন পরিসীমা এবং উন্নত রাডার ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে শত্রুর লক্ষ্যবস্তু দূর থেকে শনাক্ত ও আক্রমণ করা সম্ভব। সাম্প্রতিক বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে এই যুদ্ধবিমান প্রদর্শিত হয়েছে, যা চীনের সামরিক আধুনিকতার প্রমাণ বহন করে। জে-২০ শুধু গোপনীয়তা নয়, একাধিক সেন্সরের সমন্বয়ে লক্ষ্যবস্তু শনাক্ত...